কবি ফরহাদ মজহারকে অপহরণ, ৩৫ লাখ টাকা মুক্তিপন দাবী
ভোরে হাঁটার জন্য বের হয়ে আর বাসায় ফেরেননি কবি, সাহিত্যিক ও কলামিস্ট ফরহাদ মজহার। পরিবারের অভিযোগ, সোমবার ভোরে শ্যামলীর নিজ ফ্ল্যাট থেকে বের হওয়ার পর তাকে অপহরণ করা হয়েছে।
আদাবর থানার ডিউটি অফিসার আলেয়া বেগম যুগান্তরকে জানান, ভোর পাঁচটা ছয় মিনিটের দিকে নিজ ফ্ল্যাট থেকে বের হন ফরহাদ মজহার। পরে ৫টা ২৯ মিনিটের দিকে তিনি তার স্ত্রী ফরিদা আখতারকে ফোন করে বলেন ‘ওরা আমাকে নিয়ে যাচ্ছে, ওরা আমাকে মেরে ফেলবে’।
পরে সকাল সাড়ে ৬টার দিকে তার ফোন থেকে আবারও ফোন করে ফরিদা আখতারের কাছে ৩৫ লাখ টাকা চাওয়া হয়।
এভাবে কয়েক দফা ফোন করে টাকার বিষয়ে জানতে চাওয়া হয়। না পেলে তার প্রাণনাশের হুমকিও দেয়া হয়।
পরে তার পরিবারের পক্ষ থেকে ফরহাদ মজহারের অপহরণের বিষয়টি আইনশৃংখলা বাহিনীকে অবহিত করা হলে পুলিশের শীর্ষ কর্মকর্তাসহ আদাবর থানার পুলিশ সদস্যরা কবির ফ্ল্যাট পরিদর্শন করেন। এসময় কবির পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কর্মকর্তারা।
পুলিশের তেজগাঁও অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ফরহাদ মজহারের পরিবারের পক্ষ থেকে অাদাবর থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। খুব দ্রুতই তার খোঁজ পাওয়া যাবে বলে আমরা আশা করছি।
উলেখ্য গতকালই ‘ভারতে গো রক্ষার আন্দোলনে’র নামে মুসলিম হত্যার প্রতিবাদে ‘ রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার।