বাংলানিউজের বর্ষসেরা কর্মী মুফতি এনায়েতুল্লাহ
আবিদ আনজুম: মিডিয়ায় আলেমদের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বাড়ছে স্বীকৃতি ও মূল্যায়ন। মুফতি এনায়েতুল্লাহ সেটিকেই স্পষ্ট করেছেন।
এ বছর শীর্ষ অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজ২৪ ডটকমের বর্ষসেরা কর্মী নির্বাচিত হয়েছেন তিনি। পোর্টালটিতে ইসলাম বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন মুফতি এনায়েতুল্লাহ।
নিউজ পোর্টালটির বর্ষপূর্তি উপলক্ষ্যে সেরা ৯ কর্মীর তালিকা প্রকাশ করা হয়। এতে স্থান করে নিয়েছেন কওমির তরুণ আলেম মুফতি এনায়েতুল্লাহ।
মুফতি এনায়েতুল্লাহ তার কাজের মাধ্যমে মেধার স্বাক্ষর রেখেছেন। চিনিয়েছেন নিজেকে। ইসলামকে সময়ের সঙ্গে উচ্চে তুলে রাখতে গবেষণাধর্মী কাজ ও মননশীলতা দুইই রয়েছে তার। আর তা ফুটে ওঠে তার লেখালেখি ও কাজে। মুফতি এনায়েতুল্লাহ বাংলানিউজের একটি নতুন মাত্রার পাঠক গোষ্ঠী তৈরি করেছেন। যারা আধুনিকমনষ্ক ও ধর্মপ্রাণ।
মুফতি এনায়েতুল্লাহ বাংলানিউজের কর্মী হিসেবে যোগ দেন ২০১৫ সালে। সে বছরই প্রথম সেরা কর্মী নির্বাচিত হন। ধারাবাহিক কাজের মাধ্যমে তিনি এ বছরও সেরার তালিকায় উঠে এসেছেন।
এ ব্যাপারে তিনি জানান, যে কোনো কাজের স্বীকৃতিই আনন্দের। বাংলা নিউজের মতো প্রথম সারির একটি নিউজপোর্টালে কাজ করতে পারাটাই আনন্দের। সেখানে সেরাদের তালিকায় স্থান পাওয়া অবশ্যই বেশি আনন্দের।
তিনি বলেন, আমি প্রতিনিয়ত এখান থেকে শিখছি এবং শিখে শিখে সামনে অগ্রসর হওয়ার মন্ত্র নিচ্ছি।