ইউরোপের প্রযুক্তির কেন্দ্রস্থল হিসেবে লন্ডন এখনও শীর্ষে
তানজিদা রহমান: লন্ডন সিটি কর্মকর্তারা বলছেন, বিবর্তন সত্ত্বেও বিনিয়োগের জন্য লন্ডন ইউরোপের প্রযুক্তির এক নাম্বার কেন্দ্রস্থল হিসেবে অপরিবর্তিত অবস্থায় রয়েছে।
তারা বলছেন ২০১৭ সালের প্রথম ৬মাসে প্রাইভেট মালিকানায় বিনিয়োগ হয়েছে প্রায় ৪.৫ বিলিয়ন পাউন্ড। একই সময়ে লন্ডন প্রযুক্তির ফার্মসের ঝুঁকিপুর্ন উদ্যোগ নিয়ে বিনিয়োগ ছিল ১.১ বিলিয়ন পাউন্ড।
এজেন্সি জানায়, সর্বোচ্চ ছিল আগের দশকের অন্য ছয় মাসের তুলনায় বেশী। লন্ডন মেয়র অফিস জানায় বেক্সিটের মধ্যেও বিনিয়োগের মৌলিক শক্তি প্রযুক্তির এবং ব্যবসার জন্য অপরিবর্তিত ছিল।
চিফ এক্সিকিউটিব অফ লন্ডন এন্ড পার্টনারস লুরা চিট্রন বলেন, ব্রেক্সিট ভোটের পর অনিশ্চয়তা তৈরি হলেও আশ্চর্যজনক নয় যে, লন্ডন অন্য ইউরোপীয়ান শহর থেকে দ্বিগুণ পরিমাণ বিনিয়োগ করে আকর্ষণীয় হচ্ছে। তিনি আরও বলেন, আমাদের কোম্পানির সাফল্যের জন্য যে সকল যোগ্যতার প্রয়োজন সবকিছু রয়েছে।