আমেরিকা ব্রিটেনসহ বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন আগ্রাসনবিরোধী বিক্ষোভ

UKসিরিয়ায় মার্কিন আগ্রাসনের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন রাসায়নিক অস্ত্রের অজুহাতে দেশটির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক যুদ্ধ চাপিয়ে দিতে চাচ্ছে তখন খোদ আমেরিকাতেই এ সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।
লন্ডনে মার্কিন হামলা পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করেছে ৫ হাজার মানুষ। বিক্ষোভকারীরা সিরিয়ার পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে মিছিল করতে থাকে। এ সময় তারা আমেরিকার আগ্রাসী নীতির প্রতি ধিক্কার জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয়।
অস্ট্রেলিয়াতে মার্কিন হামলা বিরোধী বিক্ষোভ করেছে শত শত মানুষ। বিক্ষোভকারী জনতা ‘সিরিয়ায় হামলা মানি না, মানবো না’ ‘আগ্রাসন মানি না’সহ বিভিন্ন ধরনের শ্লোগান দেয়। সিডনিতে এ বিক্ষোভের আয়োজন করে বিক্ষুব্ধ জনতা। তুরস্কে মার্কিন স্থাপনার সামনে বিক্ষোভ করেছে জনতা। তারা সিরিয়ায় সম্ভাব্য মার্কিন হামলার বিরুদ্ধে শ্লোগান দেয়। যুদ্ধ বিরোধী মিছিল হয়েছে ভারতে। আজ কলকাতার রাজপথে বাম ধারার রাজনৈতিক দলগুলো লাল পতাকা নিয়ে মার্কিন আগ্রাসন বিরোধী মিছিল-সমাবেশ করেছে। আমেরিকার বিভিন্ন শহরে গত কয়েক দিন ধরে যুদ্ধ নীতি বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। নিউইয়র্কের টাইমস্ স্কয়ারে শত শত মানুষ জড়ো হয়ে ওবামার যুদ্ধ নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকে। এ সময় তাদের হাতে ছিলো যুদ্ধবিরোধী বিভিন্ন রঙের প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন। ওয়াশিংটনে হোয়াইট হাউজের সামনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা যুদ্ধবিরোধী বিভিন্ন প্রতিবাদ লেখা প্ল্যাকার্ড বহন করে। তারা সিরিয়ায় মার্কিন আগ্রাসনবিরোধী শ্লোগান দেয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button