সিলেটের বস্তি কলকাতার চেয়েও উন্নত: অর্থমন্ত্রী

Malসিলেটের বস্তিগুলো কলকাতার বস্তির চেয়েও উন্নত দাবি করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘এখানকার বস্তিবাসী সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে। সরকারও সিলেটের উন্নয়নের জন্য আন্তরিক রয়েছে।’ শনিবার (৮ জুলাই) সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন দফতরের কর্মকর্তা ও স্থানীয় নেতাদের সঙ্গে সিলেট বিভাগের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় অর্থমন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী আরও বলেন, ‘সিলেট ব্যতীত দেশের অন্য কোথাও সরকারি কোনও উন্নয়ন প্রকল্প নেওয়া হলে তা জনগণকে জানানো হয়। তবে সিলেট এর ব্যতিক্রম। এখানে সরকারের কোনও প্রকল্প সম্পর্কে জনগণকে জানানো হয় না। এখন থেকে সরকারের গৃহীত সব উন্নয়ন প্রকল্পের কাজ বিলবোর্ডের মাধ্যমে জনগণকে অবহিত করতে হবে।’
মতবিনিময় সভায় সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ারের পরিচালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. এ কে আবদুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, গণর্পূত বিভাগের প্রকৌশলী শেখ মিজানুর রহমান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button