কাশ্মীর ইস্যুতে জাতিসংঘ প্রস্তাব বাস্তবায়ন করুন

oicভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ভাগ্য নির্ধারণের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাব বাস্তবায়নের জন্য নয়াদিল্লির প্রতি আবারও আহ্বান জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি।
এছাড়া কাশ্মীরের জনগণের ওপর চলমান নিপীড়নের নিন্দা জানিয়েছে মুসলিম দেশগুলোর এ সংস্থা।
আইভরি কোস্টের রাজধানী আবিদজানে অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৪৪তম বৈঠকে পাস হওয়া প্রস্তাবে এ আহ্বান জানানো হয়।
মঙ্গলবার দু’দিনব্যাপী এ বৈঠক শেষ হয়েছে। ৫৬টি সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সর্বসম্মতভাবে প্রস্তাবটি পাস করেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অব্যাহত হত্যাকাণ্ড ও রক্তপাত বন্ধে নির্ধারিত ভূমিকা পালনের জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক সমাজের প্রতিও আহ্বান জানানো হয় ওই প্রস্তাবে।
১৯৪৮ সালে জাতিসংঘের একটি প্রস্তাবে বলা হয়, কাশ্মীরে একটি গণভোটের আয়োজন করতে হবে যাতে ওই এলাকার জনগণ ভারতের সঙ্গে থাকবে নাকি পাকিস্তানে যোগ দেবে অথবা স্বাধীন হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।
ভারত প্রথমে সেই প্রস্তাব মেনে নিলেও পরে সেই প্রস্তাবের বিরোধিতা করতে থাকে।
মঙ্গলবার ওআইসির প্রস্তাবে আরও বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে বিরাজমান দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু হল কাশ্মীর ইস্যু এবং জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়নই হচ্ছে দক্ষিণ এশিয়ায় শান্তি আসার পূর্বশর্ত।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button