বাংলাদেশে প্রতিদিন যানজটে নষ্ট হচ্ছে ৩২ লাখ কর্মঘন্টা
রাজধানীতে এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বে ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, যানজটের কারণে প্রতিদিনে নষ্ট হচ্ছে ৩২ লাখ কর্মঘন্টা।
প্রতিবেদনে আরো বলা হয়, উচ্চমধ্যম আয়ের দেশে পরিণত হতে রাজধানী ঢাকায় পরিকল্পিত আধুনিকায়ন করতে হবে। এক্ষেত্রে নগর সম্পসরণে প্রয়োজন যথাযথ ব্যবস্থাপনা। এই জন্য পূর্বাঞ্চলের অব্যবহৃত জমি কাজে লাগানোরও পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।
প্রতিবেদনে বলা হয়, অর্থনীতির সাথে পাল্লা দিয়ে পরিকল্পিত ভাবে বিকশিত হয়নি রাজধানী ঢাকা। অনেক ঘনবসতির সাথে বেড়েছে বন্যা এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি।