ট্রাম্প আমলে যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষ ৯১% বেড়েছে
গত বছরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয় লাভের পর থেকেই দেশটিতে বসবাসরত মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধের সংখ্যা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে মুসলমানদের নিয়ে কাজ করা একটি সংস্থা এবং বিভিন্ন নাগরিক অধিকার গ্রুপ।
কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) গত সোমবার এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়েছে, ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষী অপরাধের সংখ্যা শতকরা ৯১ ভাগ বৃদ্ধি পেয়েছে।
সিএআইআর ২০১৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে মুসলমানদের বিরুদ্ধে সংঘটিত বিদ্বেষমূলক অপরাধের ঘটনাগুলি নথিবদ্ধ করে আসছে। সংস্থাটি জানায়, ২০১৬ সাল থেকে মুসলিম বিদ্বেষের ঘটনা বাড়তে থাকে। কিন্তু ২০১৬ সালের প্রথম ছয় মাসের তুলনায় ২০১৭ সালের প্রথম ছয় মাসে এই অপরাধের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
সিএআইআর ইসলামোফোবিয়া পর্যবেক্ষণ এবং এর বিরুদ্ধে কাজ করা সমন্বয়কারী কর্মকর্তা জয়নাব আরাইন জানান, প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার সময় এবং ট্রাম্প প্রশাসনের কর্মকান্ডে ধর্মান্ধতা এবং বিদ্বেষের ঘটনাগুলি ব্যাপকভাবে বেড়ে গেছে। আমেরিকান মুসলমান এবং অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীকে টার্গেট করে এই ঘটনাগুলি ঘটছে।
তিনি উল্লেখ করেন, আমেরিকান মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণামূলক এই অপরাধ অব্যাহত থাকলে ২০১৭ সাল এধরনের ঘটনার জন্য সবচেয়ে নিকৃষ্ট বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকতে পারে।
ইসলামোফোবিয়ার ঘটনাগুলিকে দুই ভাগে ভাগ করেছে সংস্থাটি। এদের মধ্যে বিভিন্নভাবে হয়রানি করাকে অহিংস ঘটনার তালিকাবদ্ধ করা হয়েছে। চলতি বছরের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এই হয়রানির ঘটনা বেশি ঘটেছে।
দ্বিতীয়টি শারীরিকভাবে নিগ্রহ করা অথবা সম্পত্তির ক্ষতি করা। এটি সহিংস ঘটনার অন্তর্ভুক্ত করেছে সংস্থাটি।
ইসলামোফোবিয়া সংক্রান্ত ৩৪৭ টি ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে, এদের মধ্যে শতকরা ৫৭ ভাগ ঘটনার শিকার পুরুষরা এবং শতকরা ৪৩ ভাগের শিকার নারীরা।
প্রতিবেদনে বলা হয়, আক্রান্তরা নিজ বাড়িতে, রাস্তায়, ট্রেন, বাস টার্মিনাল এবং বিমান বন্দরে এধরনের বিদ্বেষমূলক অপরাধের শিকার হয়েছেন। মুসলিম নারীরা মাথার স্কার্ফের কারণে হয়রানির শিকার হয়েছেন। শতকরা ১৫ ভাগ ঘটনাই মাথার স্কার্ফ সংক্রান্ত।
পত্রিকায় প্রকাশিত বিভিন্ন খবর, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য থেকে পাওয়া তথ্যের মাধ্যমে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে জানায় সিএআইআর।
২০১৬ সালের সিএআইআর এর প্রতিবেদনে দেখা গেছে, ২০১৫ সালের তুলনায় সেই বছর যুক্তরাষ্ট্রে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধের ঘটনা শতকরা ৪০ ভাগের বেশি বৃদ্ধি পেয়েছিল। সূত্র: আল জাজিরা