২৭ আগস্ট লন্ডনের টেমস নদীতে নৌকা দৌড়

nowkaআগামী ২৭ আগস্ট লন্ডনের টেমস নদীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী নৌকা দৌড় প্রতিযোগিতা। এ উপলক্ষে শুক্রবার ২৮ জুলাই পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডস্থ ‘হলীডে ইন হটেল’এ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আয়োজকবৃন্দ জানান এ নৌকা দৌড় প্রতিযোগিতায় যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে প্রায় ১৮টি দল অংশ গ্রহণ করবে। ৫টি ক্যাটাগেরিতে বিজয়দের মধ্যে পুরষ্কার প্রদান করা হবে। এতে প্রথম পুরস্কারঃ ১ হাজার পাউন্ড ও মেডেল। দ্বিতীয় পুরস্কারঃ ৭৫০ পাউন্ড ও তৃতীয় পুরষ্কার ৫০০ পাউন্ড এবং সাথে মেডেল।
সংবাদ সম্মেলনে আয়োজক ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডঃ হাসনাত এম হোসেইন এমবিই, হাফিজুর রহমান, ওসমান গনী, বদরুল ইসলাম, সেলিম খান, আবিদুর রহমান সুমন প্রমুখ। তাঁরা বলেন আমরা চাই আমাদের নতুন প্রজন্মের কাছে আমাদের কৃষ্টি, কালচার স্বদেশীয় ঐতিহ্যকে তুলে ধরতে এবং কিছু বিনোদন দেয়ার চেষ্টা করতে। এছড়া এখানে থাকবে বিভিন্ন ধরনের স্টল, খাওয়া-দাওয়ার ব্যবস্থা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন। এব্যাপারে বিস্তারিত জানতে ০৭৮৮০ ৭২৬৮৭৩ এ নাম্বারে যোগাযোগ করতে পারবেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button