ইস্ট লন্ডন আওয়ামীলীগের শোক দিবস পালন

awami১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামীলীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগস্টের ১ম দিনে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ইস্ট লন্ডন আওয়ামীলীগ। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে ইষ্ট লন্ডন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজিজুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব টুনু মিয়ার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, সহ সভাপতি সামছুদ্দিন মাস্টার, সিতাব আলী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাজ্জাদ মিয়া, আব্দুল আহাদ, লন্ডন মহানগর আওয়ামীলীগের সভাপতি নূরুল হক লালা মিয়া, যুক্তরাজ্য যুবলীগের জামাল খান, জুবায়ের আহমদ, ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেনসহ বিপুল সংখ্য নেতাকর্মী।
সভায় বক্তারা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের হত্যাকারী মৃত্যুদন্ড প্রাপ্ত খুনি যারা বিদেশে পলাতক তাদেরকে দেশে ফিরে এনে তাদের ফাঁসি কার্যকর করার দাবি জানান। সভায় বক্তারা বলেন, জাতির জনকের কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিনত হয়ে বিশ্ব দরবারে মর্যাদার আসনে অতিষ্ঠিত হচ্ছে। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন। সাথে সাথে বঙ্গবন্ধুর আত্ম কথন অসমাপ্ত আত্ম জীবনী পাঠ করে বঙ্গবন্ধু সম্পর্কে জানার আহবান জানান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button