রেনেসাঁ সাহিত্য মজলিশের সাহিত্য সভা অনুষ্ঠিত
৩১ জুলাই সোমবার পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ একটি হলে রেনেসাঁ সাহিত্য মজলিশ ইউকের এক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সহসভাপতি কবি শেখ মোহাম্মদ জাবেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি শিহাবুজ্জামান কামালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ ডঃ মামনুন মোরশেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী, প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ কলা মিয়া, খিজিরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডঃ মামনুন মোরশেদ রেনেসাঁর দীর্ঘ দিনের কর্মতৎপরতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন বিলেতের বুকে রেনেসাঁ সমাজ পরিবর্তনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলার পাশাপাশি ইংরেজীতে সাহিত্য চর্চার প্রতি তিনি গুরুত্ব দেন।
অনুষ্ঠানে কবিতা ও সঙ্গীত পরিবেশন করেন মাওলানা আবুল হাসানাত চৌধুরী, কবি শেখ মোঃ জাবেদ আলী, কে এম আবুতাহের চৌধুরী, লেখক ও সাংবাদিক আমিমুল এহসান তানিম, কবি শাহ এনায়েত করিম, লেখক ও কলামিস্ট আবু সুফিয়ান চৌধুরী, কবি আব্দুর রৌফ কাব্য ও শিহাবুজ্জামান কামাল।