পাঁচ হাজার টাকার বেশী তুললে মেসেজ
ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে ৫ হাজার টাকার বেশী লেনদেন করতে গেলে তা সংশ্লিষ্ট গ্রাহকের মোবাইল ফোনে এসএমএস করে নিশ্চিত হতে হবে। বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার এক প্রজ্ঞাপন জারি করে তফসিলি ব্যাংকগুলোকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সার্ভিস বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এ ব্যবস্থা এখনই বাধ্যতামূলক নয়।তবে ২০১৪ সালের ১৪ এপ্রিল থেকে বাধ্যতামূলক হবে।প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক-গ্রাহকদের মধ্যে ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। কার্ড ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং লেনদেনের তথ্য গ্রাহককে জানাতে এ ব্যবস্থা জরুরি হয়ে পড়েছে। এখন থেকে কার্ডের দুই ধরণের সনাক্তকরণ চিহ্ন-ভেলিডেশন আইডেন্টিটি থাকতে হবে।