দ্বিতীয় বিশ্বযুদ্ধের সিলেটের সর্বশেষ সৈনিক আর নেই
দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়া সিলেটের সর্বশেষ সৈনিক আতিকুল হোসেন খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। মঙ্গলবার ভোরে নিজবাড়ি দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়ায় ইন্তেকাল করেন আতিকুল হোসেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারের পাশাপাশি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন দফতরে ‘বীর সৈনিক’ হিসেবে পরিচিত ছিলেন আতিকুল হোসেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক হিসেবে সিলেটে সর্বশেষ একমাত্র তিনিই ভাতা পাচ্ছিলেন।
আতিকুল হোসেনের ছেলে খালেদ খান বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেতার বিভাগে (সিগন্যাল) বৃটিশ সেনাবাহিনীর পক্ষে বীরত্বপূর্ণ অবদান রাখেন সিলেটের এই কৃতী সন্তান। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।
মৃত্যুকালে আতিকুল হোসেন স্ত্রী, ছেলেমেয়ে ও নাতি-নাতনিসহ অংসখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।