ফ্রান্সের ক্রেডিট রেটিংয়ে আবার পতন
অর্থনৈতিক মন্দার কবলে পড়া ফ্রান্সের ক্রেডিট রেটিংয়ে আবার পতন হয়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় ক্রেডিট রেটিং এজেন্সি ফিট্স ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় প্রধান অর্থনৈতিক শক্তি ফ্রান্সের রেটিং ‘ট্রিপল এ’ থেকে ‘ডাবল এ’তে নামিয়ে দিয়েছে। একইসঙ্গে দেশটির অর্থনৈতিক কাঠামো সংস্কারের কথাও বলেছে ফিট্স।
গতকাল সংস্থাটি এ ঘোষণা দিয়েছে এবং ফ্রান্সের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ঘাটতি ও জাতীয় ঋণ বেড়ে যাওয়ায় ফিট্স উদ্বেগ প্রকাশ করেছে। ক্রেডিট রেটিং এজেন্সি আরো বলেছে, “ফ্রান্সের বাজেট প্রধানত নিম্নগামী, জাতীয় ঋণ অনিশ্চিত প্রবৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে এবং দেশটির অর্থনীতি শক্তিশালী হওয়ার মতো কোনো অঙ্গিকারও দেখা যাচ্ছে না।”
ফিট্স বলেছে, “অর্থনৈতিক সূচকে ট্রিপল এ মর্যাদার দেশের চেয়ে ফ্রান্সের জাতীয় ঋণের অনুপাত অনেক বেশি। দুর্বল অর্থনীতির কারণেই মূলত ফ্রান্সের ক্রেডিট রেটিং নামিয়ে দেয়া হয়েছে।” এ সংস্থাটি পূর্বাভাস দিয়েছে যে, ২০১৩ সালে ফ্রান্সের অর্থনৈতিক প্রবৃদ্ধি শতকরা ০.৩ ভাগ কমে যাবে।