নোকিয়ার মোবাইল ফোন ব্যবসা কিনে নিচ্ছে মাইক্রোসফট
নোকিয়ার মোবাইল ফোন ব্যবসা কিনে নিচ্ছে কম্পিউটার প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। ফিনল্যান্ড ভিত্তিক এ প্রতিষ্ঠান জানিয়েছে, মোবাইল ফোন ব্যবসা বিক্রি সম্পন্ন হয়ে যাওয়ার পর তাদের প্রধান নির্বাহী কর্মকর্তাও (সিইও) মাইক্রোসফটে যোগ দেবেন। প্রতিষ্ঠানটি বিক্রি হচ্ছে ৭২০ কোটি মার্কিন ডলারে।
রয়টার্স’র খবরে বলা হয়েছে ২০১৪ সালের প্রথম তিনমাসের মধ্যেই মাইক্রোসফটের কাছে নোকিয়ার মোবাইল ফোন ব্যবসা বিক্রির চুক্তি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। তবে এ জন্য নোকিয়ার অংশীদার ও তদারককারীদের অনুমোদন প্রয়োজন হবে।
এক বিবৃতিতে মাইক্রোসফটের বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বেলমার বলেন, এটি ভবিষ্যতের জন্য একটি দৃঢ় পদক্ষেপ। এটি উভয় প্রতিষ্ঠানের কর্মী, অংশীদার এবং গ্রাহকদের বিজয়।
অপর এক বিবৃতিতে নোকিয়া জানিয়েছে, তারা আশা করছে, চুক্তি সম্পন্ন হয়ে যাওয়ার পর নোকিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন এলপসহ প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা জো হারলো, জুহা পুটকিরান্টা, টিমো টোইকানেন এবং ক্রিস ওয়েবারও মাইক্রোসফটে যোগ দেবেন।