হজ্বে সৌদি বাদশাহর অতিথি হবেন নিহত ফিলিস্তিনীদের পরিবার
এবারের হজ্বে অন্তত ১ হাজার ফিলিস্তিনী রয়েছেন যারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধে তাদের স্বজন হারিয়েছেন। নিহত ফিলিস্তিনিদের এসব স্বজন সৌদি আরবের রাজ পরিবারের অতিথি। তাদেরকে সরাসরি সৌদি বাদশাহ সালমানের অথিতি হিসেবে বরণ করা হবে। হজ ও উমরার জন্য সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের উপদেষ্টা পরিষদের মহাসচিব আবদুল্লা আল-মাদাজ এক বিবৃতিতে ওই তথ্য জানান।
আবদুল্লাহ আল-মাদাজ জানান, ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে এবং ইসরায়েলী আগ্রাসনের শিকার হয়ে বিভিন্ন সময়ে যেসব ফিলিস্তিনি নিহত হয়েছে তাদের স্বজনেরা খাদ্য, বাসস্থান এবং ট্রান্সপোর্টে ভিআইপি মর্যাদা পাবেন। সৌদি বাদশা সালমানের অথিতিদের জন্য বরাদ্দ সব ধরণের সুযোগ সুবিধাই তারা পাবেন। এবারের হজ্বে অন্তত ১ হাজার ফিলিস্তিনি রাজ অথিতি হবেন।
মাদাজ আরও জানান, এই সেবাটি নবম বছরে পদার্পন করেছে। অধিকার আদায়ের জন্য যেসব ফিলিস্তিনী তাদের জীবন উৎসর্গ করেছে; মাদাজ তাদের নায়ক বলে সম্বোধন করেন। তিনি বলেন, ‘শহীদদের পরিবারের সদস্যদের মনের ব্যথা কমাতে এবং সমবেদনা জানাতেই ওই বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
মাদাজ সবশেষে বলেন, ‘এই উদ্যোগ ফিলিস্তিনি সা¤্রাজ্যের প্রতি আমাদের সমর্থনকেই নির্দেশ করছে।’