বঙ্গবন্ধু হত্যায় রাঘব বোয়ালেরা জড়িত

sinhaপ্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্রে রাঘব বোয়ালেরা জড়িত। কিন্তু তদন্তে দুর্বলতার কারণে তাদের বিচারের মুখোমুখি করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট আয়োজিত এক রক্তদান কর্মসূচির উদ্বোধনী পর্বে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, এই ষড়যন্ত্রের মধ্যে অনেক রাঘব বোয়াল জড়িত ছিল। কিন্তু তদন্তে দুর্বলতার জন্য তাদের বিচারে সোপর্দ করা যায়নি। এটি ছিল একটি ফৌজদারি ষড়যন্ত্র।
প্রধান বিচারপতি বলেন, আজ ১৫ আগস্ট, আমাদের ইতিহাসের একটি মর্মান্তিক দিন। বাংলার মানুষ স্বাধীনতার স্থপতিকেই কেবল হারাননি, তার বিশ্বাস ও স্বজনকেও হারিয়েছেন। এ উপমহাদেশে দু’জন জাতির পিতা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাদের একজন মহাত্মা গান্ধী, অন্যজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
এর আগে সকাল ৬টা ৩৩ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। এরপরই শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button