লন্ডনে আইসিইউতে মেয়র আনিসুল হক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক গুরুতর অসুস্থ হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক একাধিক সূত্র জানিয়েছেন, তিনি হাসপাতালের নীবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
তিনি দীর্ঘদিন ধরেই মস্তিষ্কের সমস্যায় ভুগছেন। সম্প্রতি অসুস্থ হয়ে পড়ায় যুক্তরাজ্যের (ব্রিটেন) একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
পারিবারিক সূত্র মতে, আনিসুল হক দীর্ঘদিন ধরে সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) নামে একটি মস্তিষ্কের রোগে ভুগছেন।
এদিকে যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান গণমাধ্যমকে জানিয়েছেন, মেয়র আনিসুল হক গত ১৩ আগস্ট হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সেন্ট্রাল লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
আনিসুল হক গত ২৮ জুলাই পারিবারিক কাজে লন্ডনে আসেন। এখানে তার বড় মেয়ের সন্তান হয়েছে। এর মধ্যেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।