ব্রিটেনের দরজা ইউরোপের জন্য খোলা থাকছে সবসময়
ব্রিটেনের দরজা ইউরোপের জন্য খোলা থাকছে সবসময়। শুধু মাত্র কাজের জন্য যারা আসবেন তাদের অনুমতি নিতে হবে। আবেদন করতে হবে নতুন প্রস্তাবে বলা হয়েছে। এভাবেই ব্রেক্সিটের পর ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিকদের ব্রিটেনে আসার ক্ষেত্রে ভিসা ছাড়াই চলাচলের অধিকারের পরিকল্পনা প্রকাশ করছে ব্রিটিশ সরকার।
তবে প্রস্তাবে ব্রিটেন বলেছে, যারা ইইউ থেকে কাজ এবং পড়াশুনার জন্য আসবেন। তাদেরকে আবেদন করতে হবে ও অনুমতি লাগবে। যদিও হোম অফিস এখনো এই প্রস্তাবে নিশ্চিত করে কিছু বলেনি। শুধু বলেছে, ব্রেক্সিটের পরে ইমিগ্রেশন ব্যবস্থা সাজানো হবে।
এর আগে সরকার বলেছিল, সিরিয়াস এবং ফেয়ার অফার যা ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক প্রত্যাখ্যান করেছিলেন। তবে বর্তমানে সরকারের প্রস্তাব হলো ইইউ নাগরিকদের ব্রিটেনে প্রবেশে বর্তমানের মতোই ভিসা ছাড়া- ব্রেক্সিটের পরেও। বিপরীতে ব্রিটেনও আশা করে ইইউ ব্লকে ব্রিটিশদের ফ্রি চলাচলের।
অবশ্য, নতুন প্রস্তাবে ইইউ নাগরিকদের ব্রিটেনে ফ্রি-চলাচলের বাধা দেয়া হচ্ছেনা বরং ইইউ অন্যান্য দেশ থেকে কালো টাকা রোধে এবং যারা কাজের জন্য আসবেন। তাদের ক্ষেত্রে নতুন নিয়ম করা হচ্ছে।
লেবার এমপি বেন ব্রাড শো বিবিসিকে জানিয়েছেন, যারা ব্রেক্সিটের জন্য ভোট দিয়েছেন তারা বর্ডার কন্ট্রোল হারাতে চান না। তাই সরকার এই চিন্তা মাথায় রেখে এই পরিকল্পনা সাজাতে চায়।