ব্রিটেন ত্যাগ করছে প্রতি ৩ জনে ১ জন ইহুদি
হেট ক্রাইম বা ঘৃনাত্মক কর্মকান্ডের ভয়ে যুক্তরাজ্য ছেড়ে চলে যাচ্ছে প্রতি ৩ জনের মধ্যে ১ জন ব্রিটিশ ইহুদি। যুক্তরাজ্যভিত্তিক জরিপ সংস্থা ইউগভ-এর মতে ব্রিটেনে বসবাসরত ২ লাখ ৭০ হাজার ইহুদির মধ্যে মাত্র ৫৭ শতাংশই নিজেদেরকে সেখানে সমাদৃত মনে করছে। বাকিরা রয়েছে দেশ ছেড়ে যাওয়ার প্রস্তুতিতে।
জরিপ করে জানা যায়, ১০ জন ইহুদির মধ্যে ৪ জনই বলছেন তাদের ভিতরের এই ভয়ের কথা। সেমিটিক বিরোধীদের আক্রমণের ভয়ে রয়েছে তারা। বাকি তিন শতাংশের বিশ্বাস , লেবার পার্টিরাই সেমিটিক বিরোধীদেরকে প্রশ্রয় দিচ্ছে। তাদের প্রশ্রয় পেয়েই এতটা হেট ক্রাইম বৃদ্ধি পাচ্ছে যুক্তরাজ্য জুড়ে।
ফ্রিডম এন্ড ইনফোরমেশন ল’এর মতে গত দিনগুলোতে, ইহুদিদের উপর হেট ক্রাইম বৃদ্ধি পেয়েছে ৪৫ শতাংশ। গত মাসের পুলিশি রিপোর্টেও দেখা গেছে তার প্রমাণ। রাস্তা ঘাটে কটু কথা থেকে শুরু করে সর্বস্থানে হেট ক্রাইম বৃদ্ধি পাচ্ছে দিনে দিনে।