সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আযহা ১ সেপ্টেম্বর

Moonসৌদি আরবের আকাশে সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী ১ সেপ্টেম্বর শুক্রবার সেখানে ঈদুল আযহা অনুষ্ঠিত হবে জানিয়েছে আরব মিডিয়া।
খবরে আরো বলা হয়েছে, চাঁদ দেখার উপর নির্ভর করে ২৩ আগস্ট বুধবার থেকে সৌদি আরবে জিলহজ মাস শুরু হবে। তাই আগামী ৩১আগস্ট অনুষ্ঠিত হবে পবিত্র হজ।
এদিকে সৌদি আরবের সাথে মিল রেখে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও আগামী ১ সেপ্টেম্বর শুক্রবার পবিত্র ঈদুল আযহা তথা কোরবানির ঈদ উদ্‌যাপিত হবে।
ইসলামী চন্দ্র মাসের ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ্জ মাসের ১০ তারিখে ঈদুল আযহা পালিত হয়।
মূলত: সৌদি আরবের মক্কা নগরীতে প্রত্যেক বছর লাখ লাখ মুসলমানের হজব্রত পালন শেষে ঈদুল আজহা উদ্‌যাপিত হয়। হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি।
এছাড়া সৌদি কর্তৃপক্ষ জানায়, হজের অন্যতম বিধান আরাফা ময়দানের উপস্থিতির দিন হবে আগামী ৩১আগষ্ট বৃহষ্পতিবার।
পশ্চিমা দেশগুলোও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন করবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button