প্রধান বিচারপতির সরে যাওয়া উচিত: শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান বিচারপতি এস কে সিনহার উদ্দেশ্যে বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া রায়ে সংসদ নিয়ে কথা বলার আগে উনার তো পদত্যাগ করা উচিত ছিল। উনি সরে গেলেই পারেন।
সোমবার রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউটে এক আলোচনা সভায় দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে সংসদ সদস্যরা নির্বাচিত হন। তারা নির্বাচন করেন রাষ্ট্রপতিকে। সেই রাষ্ট্রপতি নিয়োগ দেন প্রধান বিচারপতিকে। সংসদের বিষয়ে অশালীন মন্তব্যের আগে উনাকে (এস কে সিনহা) এসব ভেবে দেখা দরকার ছিল।
তিনি বলেন, সবকিছু সহ্য করা যায়, কিন্তু পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের তুলনা সহ্য করা যায় না। করব না। আমি জনগণের কাছে এর বিচারের ভার দিলাম। জনগণই এর বিচার করবে।
প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের আদালতের উদাহরণ দিচ্ছেন। পাকিস্তানের আদালতের উদাহরণ উল্লেখ করে হুমকি দিয়ে কোনো লাভ নেই। কারণ, আমরা ইয়াহিয়া, আইয়ুব খান, জিয়াউর রহমান, এরশাদের ক্ষমতা দেখেছি। ভয় দেখিয়ে কোনো লাভ নেই। পাকিস্তানের আদালতের সঙ্গে উদাহরণ দেয়ার বিচার আমি দেশবাসীর কাছে দিলাম।
এসময় শেখ হাসিনা বলেন, জীবন দেয়ার মালিক আল্লাহ, জীবন বাঁচানোর মালিকও আল্লাহ। সুতরাং আমি কারও কাছে মাথানত করব না। একমাত্র আল্লাহ ছাড়া।