নারী উদ্যোক্তাদের জন্য ‘উজ্জ্বলা’
নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে কাজ করছে নতুন এই প্রতিষ্ঠান। আগ্রহীদের হাতে কলমে বিউটিফিকেশনের প্রশিক্ষণ ছাড়াও মানসিক স্বাস্থ্যের উন্নতি এবং ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়তা করছে তারা।
‘রেড বিউটি পার্লার’য়ের কর্ণধার আফরোজা পারভিন এবং ব্যবসায়ী আদিত্য সোমের উদ্যোগে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়।
আফরোজা পারভিনের কথায়, “যেসব নারী স্বপ্ন দেখেন নিজেকে স্বাবলম্বীভাবে গড়ে তোলার এবং প্রতিষ্ঠিত হওয়ার তাদের জন্যই ‘উজ্জ্বলা’। মূলত আমরা তাদের বিউটিফিকেশন, ডায়েট এবং কী ধরনের খাবার খেলে সুন্দর ত্বক পাওয়া যাবে, মানসিকভাবে নিজেকে গড়ে তোলা এবং এমনই বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি।”
তিনি আরও বলেন, “যারা ইতোমধ্যে কাজ করছেন তারা কীভাবে নিজেদের ব্যবসা বা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবেন বা যারা নতুন করে কাজ শুরু করছেন তাদের কাজ করার পথ দেখিয়ে দেওয়ার চেষ্টা করি।”
“আমরা এমনভাবে একজন মেয়েকে তৈরি করার চেষ্টা করি যা তাকে দীর্ঘ সময় কাজে সাহায্য করবে।”
এছাড়াও ‘উজ্জ্বলা’ নারী উদ্যোক্তাদের ব্যবসায়ের ক্ষেত্রে পরিচিত তৈরিতে সাহায্য করার পাশাপাশি ভবিষ্যতে আর্থিক সহযোগিতার মাধ্যম তৈরিতেও সহায়তা করবে।
‘উজ্জ্বলা’ ঠিকানা: বাড়ি ৬২, সড়ক: ৩, ব্লক: বি, নিকেতন, গুলশান, ঢাকা-১২১২। -বিডিনিউজ