‘ব্রিটেনে জনসংখ্যা কমাতে টাকা নিয়ে দেশ ছাড়ুক প্রবাসীরা’
লন্ডন থেকে “Unnecessary Population” কমিয়ে ফেলতে এবার এক ব্রিটিশ নেতা জন রিজ ইভান্স চাঞ্চল্যকর মন্তব্য করলেন৷ তিনি জানিয়েছেন, ভারতসহ বেশ কিছু দেশের প্রবাসীদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার জন্য বলা হচ্ছে৷ এমনকি ৯,০০০ পাউন্ড পর্যন্ত অর্থের বিনিময়ে ইংল্যান্ড ছেড়ে যাওয়ার জন্য প্রস্তাবও দেওয়া হয়েছে ইতিমধ্যেই৷
ইউকে ইনডিপেন্ডেন্টস পার্টির নেতা ইভান্স উপদেশ দিয়ে জানান ব্রিটিশ সরকার বিদেশী সহায়তা বাজেট যেন ১৩কোটি পাউন্ড থেকে কমিয়ে ১ কোটি পাউন্ড করে দেওয়া হোক, তার পাশাপাশি ১২.৩ কোটি পাউন্ড ব্যয় করা হোক দ্বৈত নাগরিকত্ব যাদের আছে তাদের এই দেশ ছেড়ে নিজেদের দেশে যাওয়ার জন্য৷
ইভান্স জানান, তিনি একটি নির্দিষ্ট দেশের নাগরিকদেরকেই টার্গেট করে একথা বলেছেন তা কিন্তু নয়৷ ব্রিটেনের অত্যধিক জনসংখ্যা কমানোর জন্যই তাঁর এই মত৷ একইসঙ্গে এর ফলে ব্রিটিশদের দৈনন্দিন জীবনযাপনের জন্য যে ব্যয় তাও কমে আসবে বলে জানান তিনি৷