ইউরোপের হোটেল থেকে যে ৫টা জিনিস চুরি হয়
হোটেল থেকে চলে যাওয়ার সময় আপনার উচিত কক্ষটি যেমন ছিল, ঠিক সেরকম রেখে চলে যাওয়া৷ কিন্তু অতিথিদের কয়েকজনের সুটকেস অনেকসময় বেশ ভারি হতে দেখা যায়, যেমনটা হোটেলের প্রবেশের সময় ছিল না এবং সেসব জিনিস কোনো স্মারক বস্তু নয়৷
কম্বল
একটা বড় কম্বল ঢুকিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার সুটকেসটা কত বড় হতে হবে? এক হাজার হোটেলের মধ্যে ১৫ শতাংশ জানিয়েছে, তাদের হোটেল কক্ষ থেকে কম্বল চুরি হয়ে গেছে৷ ১৩ ভাগ জানিয়েছে, তাদের বালিশ চুরির কথা৷ মাঝারি হোটেলের তুলনায় দামি এসব হোটেলের এই ধরনের চুরির পরিমাণ প্রায় চার গুণ৷
শিল্পকর্ম
অভিজাত দামি হোটেলগুলো থেকে শিল্পকর্ম চুরি হওয়া একটা বড় সমস্যা৷ ভ্রমণ সাইট ‘ওয়েলনেস হেভেন’-এর এক জরিপে দেখা যাচ্ছে, পাঁচ তারকা হোটেলগুলোর ৩৪ ভাগ জানিয়েছে, হোটেল কক্ষ থেকে দামি চিত্রকর্ম চুরি হয়েছে৷ সস্তার হোটেলে দামি শিল্পকর্ম থাকার সম্ভাবনা কম৷
টেলিভিশন
প্রায় সব হোটেলেই টেলিভিশন থাকে, যদি না হোটেলের অতিথিরা তা সরিয়ে ফেলেন৷ বড় বড় হোটেলগুলোতে টেলিভিশন চুরি একটা বড় সমস্যা৷ পাঁচ ভাগ হোটেল তাদের হোটেল কক্ষ থেকে টেলিভিশন চুরির অভিযোগ করেছেন৷
তোশক
আপনার কাছে হয়ত মনে হচ্ছে কম্বল বা টেলিভিশন চুরি করাটা ভীষণ কঠিন, কিন্তু তোশকের ক্ষেত্রে কী বলবেন? আশ্চর্য হলেও সত্যি কয়েকটি হোটেল অভিযোগ করেছে চোরেরা মধ্যরাতে এলিভেটর দিয়ে গ্যারেজের মধ্য দিয়ে তোশক নিয়ে যায়৷ পাঁচ তারকা হোটেলের ৫ ভাগই জানিয়েছে তোশক চুরির কথা৷
পিয়ানো
সবচেয়ে আশ্চর্য চুরির ঘটনাটি ঘটেছে ইটালির একটি হোটেলে৷ অভিজাত একটি হোটেলের লাউঞ্জে রাখা ছিল পিয়ানো, যা হঠাৎ আর খুঁজে পাওয়া যায়নি৷ তিনজন অপরিচিত ব্যক্তি এটিকে হোটেলের বাইরে নিয়ে যায় এবং রাস্তায়ও তাদের দেখা গেছে পিয়ানোসহ৷ কিন্তু এরপর তারা অদৃশ্য হয়ে যায়, আর দেখা যায়নি তাদের৷ -ডয়েচে ভেলে