ব্রেক্সিটের জন্য ব্রিটেন প্রয়োজনের চেয়ে এক পয়সাও বেশি দেবে না
ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন ব্রেক্সিটের জন্য ইউরোপীয় ইউনিয়নকে যে পরিমাণ টাকা দেওয়া প্রয়োজন বলে তার দেশ মনে করবে তার চেয়ে এক পয়সাও বেশি দেওয়া হবে না। বিবিসির রেডিও ফোরের সাথে আলোচনায় তিনি বলেন, ইইউ যতই এব্যাপারে সরব হোক ব্রিটেন তার সিদ্ধান্তে অটল থাকবে। বেক্সিট আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি দিকের একটি হচ্ছে কি পরিমাণ টাকা ব্রিটেন ইইউকে দেবে। ইইউ জানিয়েছে, এই বিষয়গুলো নিষ্পত্তি হওয়ার পরই তারা সিদ্ধান্ত নেবে ব্রিটেনের সাথে ভবিষ্যত্ বাণিজ্যিক সম্পর্ক কেমন হবে।
বরিস জনসন বলেন, যে পরিমাণ টাকা দেওয়া প্রয়োজন তা অবশ্যই আমরা দেব তবে বেশিও দেব না কমও দেব না।