বাংলাদেশে ডাবল ডেকার দোতলা বাসের উদ্বোধন
গ্রীন লাইন দোতলা বাস উদ্বোধন করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি এ বাসটিকে দেশের পরিবহন খাতের নতুন ডাইমেনশন বলে উল্লেখ করেছেন। এরকম বড় বাসে তিনি এনকারেজ করছেন বলেও জানান।
শনিবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৮টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) একযোগে দোতলা বাসের উদ্বোধন ঘোষণা করেন সড়ক মন্ত্রী ।
১০টি দোতলা ঢাকা চট্টগ্রাম রুটে চলবে। ৪০ আসনের এসব বাসে নিচতলায় থাকছে ৭টি আসন এবং দ্বিতীয়তলায় বাকি ৩৩ আসন।
৫ রঙের ১০টি বাসের মধ্যে ২টি আকাশী রং, ২টি লাল, ২টি সাদা, ২টি কমলা ও ২টি গাঢ় নীল রঙের বাস।’
মন্ত্রী লাল রঙয়ের বাসে উঠে বাসগুলোর উদ্বোধন করেন।
উদ্বোধনের সময় মন্ত্রীর সঙ্গে গ্রীন লাইন পরিবহনের চেয়ারম্যান মো. আলা উদ্দিনসহ পরিবহন খাতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, গ্রীন লাইনের নতুন বাস যাত্রী সাধারণকে অনেক স্বস্তি দেবে।
তিনি বলেন, ছোট বাস নয় আমাদের বড় বাসের দরকার। ছোট বাসের জন্য মহাসড়কে গতি কমে গেছে। গ্রীনলাইন এ ক্ষেত্রে নতুন ডাইমেনশন নিয়ে এসেছে।
মন্ত্রী তার বক্তব্যে জানান, নতুন সড়ক পরিবহন আইন বেটিং পর্যায়ে রয়েছে। তারপর মন্ত্রিসভায় তুলে পাস করানো হবে।
মন্ত্রী আরো বলেন, ব্যক্তিগত পরিবহন ব্যবহারকে সীমিত করা হচ্ছে নতুন নীতিমালায়।
তিনি বলেন, বড় বড় বাসকে এনকারেজ করছি। ছোট বাসের ব্যবহার কমাতে হবে।