ব্রিকলেইন জামে মসজিদের সামার কিরাত কম্পিটিশন ২০১৭ সম্পন্ন
প্রতি বছরের ন্যায় এবারো অত্যান্ত আনন্দঘন পরিবেশে ব্রিকলেইন জামে মসজিদের উদ্দ্যেগে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট এর সিলেবাসভূক্ত বিশেষ সামার কিরাত শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠান ২৬ আগষ্ট শনিবার ব্রিকলেইন মসজিদের মেইন হলে অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে ৫টি গ্রুপে অনুষ্ঠিত সামার কিরাত শিক্ষা কোর্সে অংশগ্রহনকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে সার্টিফিকেট ও ক্রেষ্ট প্রদান করা হয়।
ব্রিকলেইন মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা মো: ইয়াসিন আহমদ এর পরিচালনায় সার্টিফিকেট বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার তুলেদেন মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব সাজ্জাদ মিয়া, এসময় আরো উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সহ সভাপতি সৈয়দ মরতুজা আলী, যুগ্ম সম্পাদক মতিউর রহমান, মো: ইলিয়াস মিয়া, আনসারুল হক, আরফিক আলী, মাওলানা মতিউল হক।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মুহিব, মাওলানা আছগর, ক্বারী মাহফুজ, ক্বারী নাঈম, মাওলানা রিপন, ক্বারী আবুল হাসান, ক্বারী মাহদি, ক্বারী কামরান হাসান, ক্বারীয়া সাঈদা আকতার।
সভায় বক্তারা বলেন সঠিক নিয়মে নামাজ, কোরআন তেলাওয়াতসহ ইসলাম সম্পর্কে জানতে এধরনের কোর্স বিশেষ ভূমিকা রাখবে। আলোচনা সভায় অভিভাবকগণ ব্রিকলেইন মসজিদ কর্তৃকপক্ষকে অভিনন্দন জানিয়ে এধরনের কোর্স ভবিষ্যতেও অব্যাহত রাখার আহবান জানান।
মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলামের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।