সৌদিতে বিদেশি ৮৬% শ্রমিকের আয় ২০০০ রিয়েলের কম
সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিকদের প্রায় ৮৬ শতাংশেরই আয় দুই হাজার সৌদি রিয়েলের কম।সৌদিতে বিদেশি ৮৬% শ্রমিকের আয় ২০০০ রিয়েলের কম। দেশটির শ্রম মন্ত্রণালয়ের এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে বলে শনিবার আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণায় জানা গেছে, সৌদি আরবে এখন বিদেশি শ্রমিকের সংখ্যা প্রায় ৯২ লাখ।
সৌদি আরবে অনিবন্ধিত অভিবাসী শ্রমিকদের বৈধ করার বিষয়ে কর্তৃপক্ষের অভিযান জোরদারের প্রেক্ষাপটে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি বাদশা আবদুল্লাহ অবৈধ শ্রমিকদের বৈধ করার জন্য স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়কে প্রাথমিকভাবে তিন মাস সময় বাড়ানো নির্দেশ দিয়েছিলেন।
পরবর্তীতে ব্যবসায়ী মহল ও কূটনৈতিক মিশন থেকে অসংখ্য অনুরোধের প্রেক্ষিতে আরেক রাজকীয় ডিক্রিতে অবৈধ শ্রমিকদের বৈধ হওয়ার মেয়াদ হিজরি বছরের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে। এ পর্যন্ত প্রায় ১৬ লাখ অনিবন্ধিত শ্রমিক বৈধতা পেয়েছেন।
গবেষণায় বলা হয়েছে, সৌদি আরবের মোট জনসংখ্যার ৩১ শতাংশই বিদেশি শ্রমিক এবং তারা বেসরকারি খাতে কাজ করছে। গৃহস্থালী কাজ ছাড়া বেসরকারি খাতে চাকরিরতদের ৪২ শতাংশই বিদেশি শ্রমিক।
গবেষণায় সৌদি আরবে ১২ শতাংশ নাগরিক বেকার উল্লেখ করে জানানো হয়েছে, প্রায় ৩২ শতাংশ চাকরিজীবী হলেন কলেজ থেকে স্নাতক পাস। বাকি ৬৮ শতাংশ সর্বোচ্চ হাইস্কুল পর্যন্ত পড়ালেখা করেছেন।
বেসরকারি খাত ২০০৮-২০১৩ সালের মধ্যে ৩০ লাখ সৌদি নাগরিকের কর্মসংস্থান করেছে।
আন্তর্জাতিক বাণিজ্যিক ও শিল্প ইউনিয়নের প্রধান খালাফ আল-ওতাইবি জানিয়েছেন, ২০ লাখের বেশি বিদেশি শ্রমিক প্রথম বর্ধিত সময়ের মধ্যে বৈধতা পাবেন না।
এই সমস্যা সমাধানে আরো বেশি শ্রম ও পাসপোর্ট অফিস এবং অফিস সময় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।