মিশরে ১১ ইখওয়ানের যাবজ্জীবন কারাদণ্ড
মিশরের একটি সামরিক আদালত সেদেশের বৃহত্তম রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলিমিনের ১১ নেতা-কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। গত মাসে মিশরের সুয়েজ শহরে সেনাবাহিনীর বিরুদ্ধে ‘আগ্রাসী’ ভূমিকার জন্য আদালত এ রায় ঘোষণা করল।
এর আগে, গত ৩ জুলাই সেনা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করায় আরো ৪৫ ইখওয়ান কর্মীকে ৫ বছর করে কারাদণ্ডের আদেশ দেয় আদালত। এ সময় আরো ৮ জনকে খালাস দেয়া হয়।
যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া ইখওয়ান সদস্যদের ব্যাপারে আদালত জানায়, গত ১৪ আগস্ট সুয়েজ শহরে মুরসি সমর্থকদের বিক্ষোভে পুলিশি অভিযান চালানোর সময় অভিযুক্তরা তাদের ওপর সহিংসতা চালায়।
জুলাই মাসের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসির রাজনৈতিক দল ইখওয়ানের বিরুদ্ধে সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার যে দমন অভিযান চালাচ্ছে তার অংশ হিসেবে এ দণ্ড দেয়া হলো বলে মনে করা হচ্ছে।
এর আগে, মিশরের বিচারকদের একটি প্যানেল দেশটির একটি প্রশাসনিক আদালতের কাছে ইখওয়ানুল মুসলিমিনকে নিষিদ্ধ করার সুপারিশ করেছে।