বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে যে নজির গড়লেন সাকিব
বহুল প্রতীক্ষিত বাংলাদেশ-অস্ট্রেলিয়া সফরে দাপটের সঙ্গে খেলছেন টাইগার সদস্যরা। এক যুগের আগের অস্ট্রেলিয়ার বিপক্ষে ফতুল্লার সেই টেস্ট ম্যাচটি বাংলাদেশি ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা হয়ে কাজ করছে। আর ভালো কিছু করে দেখাবার জন্যই মিরপুরে লড়ছেন তারা।
এই ধারাবাহিকতায় বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান গড়লেন এক অনন্য নজির।
বাংলাদেশের ২৬০ রানের জবাবে অস্ট্রেলিয়ার দাপুটে ব্যাটসম্যানদের সাজঘরে ফিরিয়ে ২১৭ রানে তাদের বেধে ফেলতে সহায়তা করেন সাকিব।
আর নিজের ক্যারিয়ারকে সমৃদ্ধ করে তুলে নেন ৫টি উইকেট। এ নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ১৬ বারের মতো ৫ উইকেট নেয়ার নজির গড়লেন তিনি।
আর আন্তর্জাতিক অঙ্গনের চতুর্থ ক্রিকেটার হিসেবে সব টেস্ট খেলুড়ে দেশের বিরুদ্ধে ৫ উইকেট নেয়ার রেকর্ড গড়েন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এ ৫০তম টেস্টে গড়া নজিরের মাধ্যমে মুত্তিয়া মুরালিধরন, ডেল স্টেইন আর রঙ্গনা হেরাথের সঙ্গে ইতিহাসের অংশ হলেন সাকিব।
টেস্টকে ব্যাট ও বল হাতে স্মরণীয় করে রাখছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। ব্যাট হাতেও প্রথম ইনিংসে খেলেছেন ৮৪ রানের দুর্দান্ত এক ইনিংস।