ইসরাইল শান্তি চায় না : আরব লীগ
ইহুদিবাদী ইসরাইল শান্তি চায় না বলে মন্তব্য করেছে আরবলীগ। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে যে সব বসতি স্থাপন করা হয়েছে তা কখনো সরিয়ে নেয়া হবে না বলে নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের পর এ বিবৃতি দিল আরব লিগ।
বিবৃতিতে আরব লিগের প্রধান আহমেদ আবুল গেইত নেতানিয়াহুর কঠোর নিন্দাও করেছেন। তিনি আরো বলেন, শান্তি চায় এমন কোনো ব্যক্তি এ ধরণের বিবৃতি দিতে পারেন না।
সোমবার দেয়া এক বিবৃতিতে নেতানিয়াহু অঙ্গীকার ব্যক্ত করে বলেছিলেন, পশ্চিম তীরের কোনো বসতি কখনোই সরিয়ে নেয়া হবে না। ১৯৬৭ সালে দখল করার পর থেকে পশ্চিম তীরে শতাধিক ইহুদিবাদী অবৈধ বসতি স্থাপন করেছে তেল আবিব।