লন্ডনে আত্হারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত
ব্রিটেনে বসবাসরত গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আত্হারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ঐতিহাসিক পুর্নমিলনী গত ২৭শে আগষ্ট রবিবার পুর্ব লন্ডনের মাইলেন্ড রোডের ব্লুমুন সেন্টারে অনুষ্টিত হয়। বহুল প্রতিক্ষিত এই পূর্ণমিলনী অনুষ্টানে প্রাক্তন ছাত্র জিল্লুল করিম চৌধুরীর সভাপত্বিতে এবং ফরহাদ আহমদ ও মাসুদ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্টিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন প্রাক্তন ছাত্র এনামুল হক এনাম এবং দোয়া পরিচালনা করেন রেজাউল করিম। এসময় বিদ্যালয়ের সকল মরহুম শিক্ষক ও স্টুডেন্টদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
আলোচনাসভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এডভুকেট হিরেকুজ্জামান চৌধুরী। এরপর একে একে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক ছাত্র মো: জাহেদ হোসাইন, এমদাদ হোসাইন টিপু, মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, এনামুল হক খান নেপা, এমরান আহমদ চৌধুরী, ফয়ছল আহমদ, নাজমিন আখতার কনা, বেলাল আহমদ, ফেরদৌস আলম, শোয়েব আহমদ প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুদূর আমেরিকা থেকে আগত সাবেক ছাত্র নেতা আব্দুল হাসিব মামুন, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেজাম উদ্দিন, আব্দুল মুকিত চৌধুরী, এমদাদুল হক খান মুক্তা, আব্দুর রহমান খান সুজা, ফয়সল আহমদ, দিলওয়ার হোসাইন প্রমুখ।
পূর্ণমিলনী অনুষ্টানকে কেন্দ্র করে সমগ্র ব্রিটেনের বিভিন্ন শহর থেকে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী একত্রিত হন। এসময় তারা কিছুক্ষনের জন্য হারিয়ে যান তাদের শৈশবে । উপস্থিত ছাত্ররা বলেন অনুষ্টান খুবই আনন্দময় ও সফল হয়েছে। সবার অংশ গ্রহণ ও সহযোগিতার মাধ্যমে সবাই খুবই আনন্দিত যে ‘আত্হারিয়া’ পরিবার দীর্ঘ দিন পর প্রথম বার লন্ডনে একসাথে মিলিত হয়ে একে অন্যের সাথে দেখা সাক্ষাৎ করতে পারায়। সকলের অংশ গ্রহনে কিছু সময়ের জন্য আমরা হারিয়ে যাই আমাদের সেই স্মৃতিময় মধুর কৈশোরে।
অনুষ্টানের দ্বিতীয় পর্বে সাবেক ছাত্র ও জনপ্রিয় সংগীত শিল্পী হিরেকুজ্জামান চৌধুরীর পরিচালনায় এক মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্টানে অংশগ্রহণ করেন লন্ডনের জনপ্রিয় শিল্পিদের পাশা পাশি বিদ্যালয়ের সাবেক ছাত্রবৃন্দ।
ঐতিহাসিক এই পূর্ণ মিলনী অনুষ্ঠান সফল করার পিছনে যারা গত কয়েক মাস যাবৎ অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য এডভোকেট হিরেকুজ্জামান চৌধুরী, জিল্লুল করিম চৌধুরী, মো: জাহেদ হোসাইন, মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, এমদাদ হোসাইন টিপু, ফরহাদ আহমদ, মুস্তাফিজুর রহমান চৌধুরী রুহুল, রেজাউল করিম, নজরুল ইসলাম, এনামুল হক এনাম, মাসুদ আহমদ, জহুরুল ইসলাম শামুন, এনামুল হক খান নেপা, এমরান আহমদ চৌধুরী প্রমুখ।
অনুষ্টানে মুগ্ধ হয়ে আগত ছাত্রদের পক্ষ থেকে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। উপস্থিত সবাই অনুষ্টানের ভূয়শী প্রশংসা করে আগামীতে আরো বড় আকারে পরিবার পরিজন নিয়ে অনুষ্ঠান করার পরামর্শ দেন। অনুষ্টানে বিদ্যালয়ের পুরাতন প্রহরী অসুস্থ মনির আলীর জন্য একহাজার পাউন্ড সংগ্রহ করা হয় যা খুব শিগ্রই মনির আলীর কাছে হস্থান্তর করা হবে।