হজের নতুন খতিব ডক্টর সাআদ

sadএবার হজের খুতবার জন্য নতুন খতিব নির্বাচন করা হয়েছে। তিনি হলেন সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের সদস্য, বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের রাজকীয় উপদেষ্টা শায়খ ড. সাআদ বিন আন নসর আশ শাসরি।
সৌদি বাদশা সালমান ইতোমধ্যে এ ব্যাপারে একটি রাজকীয় ফরমান জারি করেছেন। নতুন এই খতিব রিয়াদের কুল্লিয়াতুশ শরিয়াহ থেকে ১৪১৭ হিজরিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। উসূলে ফিকাহ, ফিকাহ ও আকিদাসহ বিভিন্ন বিষয়ে তার প্রায় ৬৭টি গ্রন্থ রয়েছে।
দীর্ঘ প্রায় ৩৫ বছর হজের খুতবা দিয়ে আসছিলেন শায়খ বিন বায। বুধবার রাতে তার স্থলে প্রথমবারের মতো খুতবা দেন মসজিদে হারামের অন্যতম ইমাম ড. আবদুর রহমান আস সুদাইস।
আরাফার ময়দানে মসজিদে নামিরায় খুতবা দিয়ে থাকেন হজের খতিব। এই খুতবায় মুসলিম উম্মাহর জন্য থাকে নানা দিক নির্দেশনা।
এদিকে ইতোমধ্যে হজযাত্রীরা মিনা থেকে আরাফার ময়দানের দিকে রওয়ানা করেছেন। তাদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে ‘লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক’ অর্থাৎ হে আল্লাহ! বান্দা হাজির তোমার দরবারে।
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গতকাল বুধবার থেকে। আজ ফজরের নামাজ আদায়ের পর মিনা থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানের উদ্দেশে যাত্রা করছেন হাজিরা। আরাফাতের ময়দানে অবস্থানই হজের মূল আনুষ্ঠানিকতা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button