পূর্ব লন্ডনের কয়েকটি মসজিদের ঈদের জামাতের সময়সূচী
শিহাবুজ্জামান কামাল: শুক্রবার ১ সেপ্টেম্বর ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আযহা উদযাপন করা হবে। নিম্নে পূর্ব লন্ডনের কয়েকটি মসজিদের ঈদের জামাতের সময়সূচী দেয়া হল।
ইস্ট লন্ডন মসজিদঃ
ইস্ট লন্ডন মসজিদে মোট ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জমাত সকাল ৭টা। দ্বিতীয় জামাত সকাল ৮টা। তৃতীয় জামাত ৯টা। চতুর্থ জামাত সকাল ১০টা এবং পঞ্চম জামাত সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
ব্রিকলেন জামে মসজিদঃ
ঈদের ৪টি জমাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টা। দ্বিতীয় জামাত ৯টা। । তৃতীয় জামাত ১০টা এবং শেষ জামাত ১১টায় অনুষ্ঠিত হবে।
আজহার মসজিদ রমফোর্ড রোড ফরেষ্টগেইট:
প্রথম জামাত সকাল ৭:৩০ মি:
দারুল উম্মাহ মসজিদঃ
প্রথম জামাত সকাল সাড়ে সাতটায়। দ্বিতীয় জামাত সাড়ে ৮টা । তৃতীয় জামাত সকাল সাড়ে ৯টা এবং শেষ জামাত পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।
ফোর্ড স্কোয়ার মসজিদঃ
ফোর্ড স্কোয়ার মসজিদে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টা। দ্বিতীয় জামাত ৮টা। তৃতীয় জামাত ৯টা। চতুর্থ জামাত ১০টা এবং শেষ জামাত সকাল ১১টায় অনুষ্ঠিত।
বায়তুল আমান মসজিদঃ
৪টি জামাত। প্রথম জামাত সকাল ৮টা । দ্বিতীয় জামাত ৯টা। তৃতীয় জামাত সকাল ১০টা এবং শেষ জামাত ১১টায় অনুষ্ঠিত হবে।
শাহপরান মসজিদ হ্যাকনি রোডঃ
৪টি জামাতঃ প্রথম জামা্ত ৮টা। দ্বিতীয় জামাত ৯টা। তৃতীয় জামাত ১০টা এবং শেষ জামাত ১১টায়।
আলহুদা মসজিদ ক্যাবল স্ত্রিটঃ
৩টি জামাত। প্রথম জামাত সকাল ৮টায়। দ্বিতীয় জামাত ৯টা ও শেষ জামাত ১০টায় অনুষ্ঠিত হবে।
রেডকোর্ট মসজিদঃ
প্রথম জামাত ৮টা। দ্বিতীয় জামাত ৯টা। তৃতীয় জামাত ১০টা এবং শেষ জামাত ১১টায় অনুষ্ঠিত হবে।
ঈদ ইন দি পার্কঃ
টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, হিউম্যান আপিল ও রেডকোর্ট কমিউনিটি ফরামের উদ্যাগে পূর্ব লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামে ১ সেপ্টেম্বর শূক্রবার সকাল ৯ ঈদের জানাত অনুষ্ঠিত হবে। স্বপরিবারে জামাতে শরিক হওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা আমন্ত্রণ জানিয়েছেন।