লন্ডনে যুক্তরাজ্য জাসদের সংবাদ সম্মেলন

jashodস্বাধীন বাংলাদেশের রাজনীতিতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি বড় রাজনৈতিক দল ছিল। যা পরবর্তী সময়ে অনেকটা হারিয়ে যায় সঠিক নেতৃতের ঘাটতি থাকায়।
সাম্প্রতিক সময়ে আবারো নব্বই এর গনআন্দোলনের নেতৃত্ব প্রদানকারী প্রধান দল গুলোর অন্যতম জাসদ ইনু নামে পরিচিত আবারো দু্টি ধারায় বিভক্ত হয়ে যায়।
একটি অংশ বর্তমান সরকারের মন্ত্রি হাসানুল হক ইনু এমপি ও নারী নেত্রী বেগম শিরিন আক্তার এমপির নেতৃত্বাধীন এবং অপর অংশ শরিফ নূরুল আম্বিয়া মহিউদ্দিন খান বাদল এমপি ও নাজমুল হক প্রধান এমপির অংশ হিসেবে পরিচিত। দুটো অংশই ১৪ দলের জোট ভুক্ত ও মহা জোট সরকারের অংশ৷
গত এক বছর যুক্তরাজ্যে জাসদের কমিটির বিভাজন লক্ষ্য করা যায়নি। যুক্তরাজ্য জাসদ ছিলো ইনু গ্রুপের অনুসারী৷ কিন্তু মঙ্গলবার লন্ডনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক আত্ম প্রকাশ করে আম্বিয়া প্রধানের অনুসারী জাসদ৷
পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন জাসদ নেতা সৈয়দ এলাহী হক শেলু। লিখিত বক্তব্য পাঠ করেন জাসদ কেন্দ্রিয় নেতা নবগঠিত কমিটির সভাপতি শামীম আহমদ। ধন্যবাদ বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোহাম্মদ জুনেদ উর রহমান।
সংবাদ সম্মলেনে কেন্দ্রিয় জাসদ নেতা সাবেক ডাকসু সাধারন সম্পাদক মুস্তাক হোসেন ও কেন্দ্রিয় জাসদ নেতা সিলেট মহানগর সভাপতি জাকির আহমদ টেলি ফোনে তাদের সিদ্ধান্তকে স্বাগত জানান৷
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাএনেতা সাব্বির চৌধুরী, নিজাম উদ্দিন সহ বিপুল সংখ্যাক নেতাকৰ্মী। সংবাদ সম্মেলনে ২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়৷
বৈজ্ঞানিক সমাজতন্ত্র ও শ্ৰেনী সংগ্রামের মাধ্যমে সমাজ পরিবর্তনের স্বপ্নদেখা জাসদ বাংলাদেশের রাজনীতিতে প্রথম বিরোধীদল কিন্তু কালের আবর্তনে ঐতিহ্য আর সংগ্রামের বিরত্ব গাথা দলটি বিভিন্ন সময়ে নেতৃত্বে মত বিরোধের পাশাপাশি ক্ষমতার রাজনীতি নিয়ে দ্বন্দ্ব সন্দেহের কারনে বারবার বিভাজনে এবং ভাঙ্গনের সংস্কৃতিতে নিজেদের সপে দিয়ে কয়েক ভাগে ভাগ হয়ে যায়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button