পদত্যাগের পরিকল্পনা নেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর
ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে জোর দিয়ে বলেছেন, আগামী সাধারন নির্বাচনে তিনিই কনজারভেটিভ দলের নেতৃত্ব দেবেন। বৃহস্পতিবার সম্প্রচার করা এক সাক্ষাতকারে তিনি একথা বলেন। খবর এএফপি’র।
২০১৯ সালে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার প্রাক্কালে মে পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন এমন খবর প্রকাশের পর সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
বুধবার জাপান সফরে যাওয়া মে স্কাই নিউজ টেলিভিশনকে আরো বলেন, ‘আমার পদত্যাগের প্রস্তুতি নিয়ে যে খবর বের হয়েছে তার কোন ভিত্তি নেই। আমি আরো অনেক সময় এ পদে থাকছি।’
উল্লেখ্য, ব্রেক্সিট আলোচনায় তার অবস্থানকে শক্ত করতে বড় ধরনের জয়ের আশা নিয়ে গত জুন মাসে মে যে আগাম নির্বাচন দেন তাতে তার মধ্য-ডানপন্থী কনজারভেটিভ দল সংখ্যাগরিষ্ঠতা হারায়।
আগামী নির্বাচনে কনজারভেটিভ দলকে নেতৃত্ব দেয়ার তার কোন ইচ্ছা রয়েছে কিনা সে ব্যাপারে বিবিসি’র পক্ষ থেকে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি আরো অনেক সময় ধরে এ পদে থাকছি।’
উল্লেখ্য, ২০২২ সালে ব্রিটেনের পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মে বলেন, ‘আমি ও আমার সরকার কেবলমাত্র ব্রেক্সিট নিয়ে ভাবছি না। যুক্তরাজ্যের উজ্জল ভবিষ্যত নিয়েও ভাবছি।’
এদিকে ধারণা করা হচ্ছে, মে সেপ্টেম্বরে কনজারভেটিভ দলের বার্ষিক সম্মেলনে কঠিন পরীক্ষার মুখে পড়তে পারেন।
কেননা, মে’র পরিচালনায় সাধারন নির্বাচনের প্রচারণা নিয়ে অনেক পার্লামেন্ট সদস্য ক্ষোভ প্রকাশ করছেন। -বাসস