তাজাকিস্তানে নিষিদ্ধ হলো হিজাব
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তাজাকিস্তান এর নারীদের হিজাব পরার ওপর নিষেধাঞ্জা জারি করা হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমেগুলোর তথ্য অনুযায়ী, মধ্য এশীয়ার দেশ তাজাকিস্তানের নতুন আউন প্রণীত হয়েছে, যেখানে জনগণকে সে দেশের ঐতিহ্য ও সংস্কৃতি বিরোধী পোশাক পরা নিষিদ্ধ করা হয়।ফলে, নারীদের হিজাব পরার ওপরও নিষেধাঞ্জা জারি হয়।
তাজাকিস্তান মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্বেও সে দেশের সংস্কৃতিমন্ত্রী হিজাবকে ভয়ানক পোশাক বলে আখ্যায়িত করেছে সে দেশের সংস্কৃতি মন্ত্রী শামসিদ্দিন ওরামবেকজোদার।
এর আগে তাজাকিস্তান সরকার এক বিবৃতিতে বলেছে, হিজাব বিদেশী সংস্কৃতির প্রতিনিধিত্ব করে তাই আমাদের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির সাথে হিজাবের কোন সম্পর্ক নেই।
দেশের বর্তমান আইন অনুযায়ী, হিজাব পরিহিতা নারীরা সরকারি কাজকর্ম করতে পারবে না বলে জানায় দেশটির বিভিন্ন গনমাধ্যম।