সু চিকে সতর্ক করেছেন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের নেত্রী অংসান সু চিকে সতর্ক করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী বরিস জনসন। তিনিবলেন, রোহিঙ্গাদের উপর নিপীড়ন মিয়ানমারের সুনাম ক্ষুন্ন করছে। খবর বিবিসি ও দি ন্যাশনাল।
জনসন সু চির উদ্দেশ্যে বলেন ‘তিনি যেন অসাধারণ গুণ গুলো ব্যবহার করে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের নিয়ে ভুল বুঝাবুঝির ইতি টানেন। মিয়ানমারের অং সান সু চি সত্যিই আমাদের সময়ের অন্যতম অনুপ্রেরণা দায়ী চরিত্র। কিন্তু রোহিঙ্গাদের প্রতি আচরণ দেশটির সুনাম ক্ষুন্ন করছে।’
জনসন বলেন, সংঘাতের ইতি ঘটিয়ে দেশকে একতাবদ্ধ করবেন সু চি এবং রাখাইন রাজ্যে মুসলিম ও অন্য সম্প্রদায়ের লোকদের নিয়ে ভুল বুঝাবুঝি ও নিপীড়ন বন্ধ হবে। উল্লেখ্য সর্বশেষ গত সপ্তাহে শুরু হওয়া সংঘাতের পরে প্রায় ৪০০ জন নিহত হয়েছে। নিপীড়নের ভয়ে প্রায় ৬০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এরআগে গত অক্টোবরের সহিংসতায় আরো ৮৫ হাজার প্রবেশ করেছিল।
এদিকে পালিয়ে আসা রোহিঙ্গারা বলছে, তাদের উপর মিয়ানমার সেনাবাহিনী হামলা করছে এবং বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে ও তাদের হত্যা করা হচ্ছে।