আবারো খুলেছে ইস্ট লন্ডনের তৈয়ব রেস্টুরেন্ট
ইস্ট লন্ডনের খ্যাতনামা ও ইভনিং ষ্ট্যান্ডার্ডের সেরা খেতাবধারি হোয়াইট চ্যাপেলের তৈয়ব রেস্টুরেন্ট গত মঙ্গলবার থেকে ২দিন বন্ধ থাকার পর শুক্রবার থেকে আবারো খুলে দেয়া হয়েছে। ইমিগ্রেশন এনফোর্সম্যান্ট এজেন্সি কর্তৃক বেঁধে দেয়া ৪৮ ঘন্টার সকল শর্ত পূরন করেই আবারো কাস্টমারদের জন্য খুলে দেয়া হয় জনপ্রিয় এই পাঞ্জাবী রেস্টুরেন্ট।
জানা গেছে, মঙ্গলবারে হোম অফিস থেকে ইমিগ্রেশন এনফোর্সম্যান্ট এজেন্সি তৈয়ব রেস্টুরেন্ট রেইড করে ৬ জন অবৈধ স্টাফকে কাজে পায়। হোম অফিস অফিসাররা তখন তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। একই সময়ে আরো কিছু অবৈধ স্টাফ কাজে ছিলো, যাদের ব্যাপারেও হোম অফিস জানতে পারে। এখানে যারা কাজ করেন তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছেন পাকিস্তানী, ইন্ডিয়ান ও বাংলাদেশী কর্মী।
ইভনিং স্ট্যান্ডার্স জানায় অবৈধ ওয়ার্কার রাখার দায়ে তৈয়ব রেস্টুরেন্ট ইতোমধ্যেই ৯৫,০০০ পাউন্ড ফাইন করা হয়েছিল। যা তখনো পরিশোধ করেননি রেস্টুরেন্ট মালিক। সব মিলিয়ে তৈয়ব রেস্টুরেন্টে এনফোর্সম্যান্ট এজেন্সি ১৮০,০০০ পাউন্ড নোটিশ প্রদান করেন এবং অবৈধ ওয়ার্কার রাখার দায়ে তাৎক্ষণিকভাবে রেস্টুরেন্ট বন্ধ করে দেন।
হোম অফিস জানতে পারে উক্ত রেস্টুরেন্টে ৪০ কর্মচারী কাজ করছেন যারা হয় ইলিগ্যাল কর্মচারী অথবা তাদের কাজের অনুমতি নেই তারা বেইআইনীভাবে কাজ করছে।
হোম অফিস বলছে এর মধ্যে ৯জন সঠিক ডকুমেন্টে ছাড়া পায়। যাদের ৬জন পাকিস্তানি নাগরিক। তাদের মধ্যে ৫জনকে নিজ দেশে পাঠানো হবে।
এদিকে রেস্টুরেন্টের মালিক আলেম তায়াব বলেছেন, এটি আমাদের কাছে বড় ধাক্কা। তৃতীয় পক্ষ থেকে কর্মী নিয়োগ করতে গিয়েই এই বিপত্তি। এবার থেকে আমরা নিজে কর্মী বাছাই করে নিয়োগ করব, যাতে এই ধরনের ঝামেলা আর না হয়। আমাদের গ্রাহকদের কাছে আমরা দু:খিত।
১৯৭২ সাল থেকে চালু হওয়া রেস্টুরেন্টটির অন্যতম বৈশিষ্ট হচ্ছে তারা রেস্টুরেন্টে মদ বিক্রি করে না। তবে বাইরে থেকে নিয়ে এসে খাওয়ার অনুমতি রয়েছে।