রাজধানীতে জামায়াত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষ, আহত ১০
রাজধানীর এলিফ্যান্ট রোডে জামায়াতে ইসলাম ও ছাত্রশিবিরের সাথে পুলিশের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। ভোটার তালিকা থেকে জামায়াতের শীর্ষ নেতাদের বাদ দেয়ার প্রতিবাদে বুধবার বিক্ষোভকালে এ ঘটনা ঘটে। সকাল ৯টার দিকে ঢাকা মহানগর জামায়াতের উদ্যোগে এলিফ্যান্ট রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবির। এসময় পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে জামায়াত-শিবির কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ারশেল ছোঁড়ে। বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে। এতে পুলিশসহ ১০ জন আহত হন। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। উল্লেখ্য, মন্ত্রিসভা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজা প্রাপ্তদের বাদ দিতে ভোটার তালিকা আইন সংশোধন অনুমোদন করায় বুধবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় জামায়াত।