অর্ধনগ্ন ছবির জন্য ক্ষতিপূরণ পাচ্ছেন কেট
অর্ধনগ্ন ছবির জন্য ক্ষতিপূরণ পাচ্ছেন প্রিন্স উইলিয়ামের পত্নী কেট মিডলটন। ফরাসি ম্যাগাজিনে ব্রিটিশ রাজবধূ কেট মিডলনের অর্ধনগ্ন ছবি প্রকাশ হওয়ার ঘটনায় ১ লাখ ইউরো ক্ষতিপূরণ পাচ্ছেন ডিউক অ্যান্ড ডাচেস অব ক্যামব্রিজ। ৫ বছর আগে প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন ছুটি কাটানোর সময় তোলা ওই ছবি তাদের ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন বলে রায় দিয়েছেন ফরাসি আদালত। ফলে ক্ষতিপূরণ হিসেবে এ দম্পতির দু’জনকেই ৫০ হাজার ইউরো করে দিয়েছেন বিচারক। একই সঙ্গে ক্লোজার ম্যাগাজিনের সম্পাদক এবং মালিকের সর্বোচ্চ ৪৫ হাজার ইউরো করে জরিমানা করা হয়েছে।
উইলিয়ম এবং কেটের আইনজীবীরা অবশ্য ক্ষতিপূরণ হিসেবে ১৫ লাখ ইউরো দাবি করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার চেয়ে কম অর্থই ক্ষতিপূরণ হিসেবে পেলেন তারা। ডাচেস অব কেমব্রিজ প্রিন্সেস কেট ২০১২ সালে স্বামীর সঙ্গে ফ্রান্সে ৩ দিনের ছুটি কাটাতে গিয়ে ঘরের বারান্দায় টপলেস অবস্থায় রৌদ্রস্নানের সময় সাংবাদিকদের ক্যামেরবন্দি হন। ছবিগুলো তোলা হয়েছিল বহুদূর থেকে শক্তিশালী লেন্স ব্যবহার করে। ফ্রান্সের আঞ্চলিক পত্রিকা লা প্রভিন্স এবং ক্লোজার ম্যাগাজিনে মিডলটনের ছবিগুলো প্রকাশ করা হয়।