বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন বলে আমি প্রধান বিচারপতি হতে পেরেছি
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করেছেন বলে আমি প্রধান বিচারপতি হতে পেরেছি।
বৃহস্পতিবার দুপুর ১টায় মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে আইনজীবী সমিতির ১নং বার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আইনজীবী সমিতি এ আলোচনা সভার আয়োজন করে।
প্রধান বিচারপতি বলেন, সাইবার ক্রাইম করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আমি প্রধান বিচারপতি আমারও সাইবার ক্রাইম বিষয়ে শিক্ষা নেই। আমাদের আইনজীবীদের সাইবার ক্রাইম ল’ বিষয়ে লেখাপড়া নেই। তাই সাইবার ক্রাইম ল’ বিষয়ে আমাদের পড়তে হবে।
তিনি বলেন, ধনী ব্যক্তিদের উচিত এলাকায় মাদ্রাসা এবং মক্তব প্রতিষ্ঠা করা।পৃথিবীর উন্নত দেশে ধনী ব্যক্তিরা অক্সফোর্ড-ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। আমাদের ধনী ব্যক্তিদেরও বেশি করে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য এগিয়ে আসতে হবে।
এসকে সিনহা বলেন, আমাদের আরও লেখাপড়া করতে হবে। প্রতি বছর উচ্চশিক্ষার জন্য দেশ থেকে কয়েক হাজার মেধাবী শিক্ষার্থীরা বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নিচ্ছে। পরবর্তীতে সেখানে তারা মেধার স্বাক্ষর রেখে চাকরি ও নাগরিকত্ব গ্রহণ করে আর দেশে ফিরছে না। এ মেধা পাচার নিয়ে এখনই আমাদের ভাবতে হবে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রনজিৎকুমার ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় জেলা দায়রা জজ মো.আবু তাহের, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এজি এম আল মাসুদ প্রমুখ বক্তব্য রাখেন।