পশ্চিমা বিশ্বকে রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে দাঁড়ানো উচিত
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন বন্ধে উদ্যোগ নিতে সব দেশকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন ব্রিটিশ এমপি রুশনারা আলী।
বিবিসি নিউজ নাইটে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিঙ্গাদের প্রতি সহায়তা ও তাদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। রোহিঙ্গাদের বিষয়ে কঠোর অবস্থান থেকে আং সাং সূ চির সরে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় রুশনারা আলী বলেন, এটা খুব দুঃখজনক যে মিয়ানমারের সংখ্যালঘু বিশেষ করে রোহিঙ্গাদের উপর ভয়াবহ নির্যাতন্ন চলছে। সূচিকে এই নির্যাতনের বিরুদ্ধে দাঁড়ানো উচিত। পশ্চিমা বিশ্বের সকল রাজনৈতিক ব্যক্তিত্বকে এই নির্যাতনের বিরুদ্ধে কথা বলা উচিত। -সময় টিভি নিউজ