রোহিঙ্গা মুসলমানেরা পরিকল্পিত বর্বরতার শিকার
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেছেন, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানেরা নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডসহ পরিকল্পিত বর্বরতার শিকার। রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠে সুবাং বিমানঘাঁটিতে শনিবার সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
নাজিব রাজাক বলেন, তার সরকার এ পর্যন্ত যেসব তথ্য পেয়েছে তাতে দেখা যাচ্ছে রোহিঙ্গা মুসলমানের চরম বৈষম্যের শিকার এবং তাদেরকে নিজেদের ঘর-বাড়িতে ফিরে আসতে দেয়ার কোনো পথ খোলা রাখছে না মিয়ানমার সরকার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরো বলেন, “প্রকৃতপক্ষে পরিকল্পিত উপায়ে এসব করা হয়েছে এবং সে কারণে তাদের ওপর নির্যাতন, বৈষম্য, ধর্ষণ ও হত্যাকাণ্ড চালানো হচ্ছে।”
এর আগে, দিনের প্রথম ভাগে মালয়েশিয়া দুটি কার্গো বিমানে করে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ সামগ্রী পাঠায়। বিমান দুটি খাদ্য এবং ওষুধ নিয়ে বাংলাদেশের চট্টগ্রাম বিমানবন্দরে নামে। গত দু সপ্তাহে মিয়ানমারের সামরিক বাহিনী ও উগ্র বৌদ্ধ জঙ্গীদের বর্বর নির্যাতন এবং গণহত্যার মুখে প্রায় তিন লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আশ্রয় নিয়েছে।