জাপানের পূর্বাঞ্চলে ৬.৫ মাত্রার ভূমিকম্প
জাপানের পূর্বাঞ্চলে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ কথা জানিয়েছে। বুধবার ভূমিকম্প আঘাত হানে বলে এমফপির খবওে বলা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এতে সুনামির কোনো আশঙ্কা নেই। জাপানের আবহাওয়া সংস্থা বলেছে, রাজধানী টোকিও থেকে কয়েকশ মাইল দক্ষিণে ২৫১ মাইল গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। তবে ভূমিকম্পটির কারণে সুনামি হওয়ার কোনো আশঙ্কা নেই।