সহিংসতা বন্ধে একমত নিরাপত্তা পরিষদ
নিরাপত্তা পরিষদের বৈঠকে আবারও মিয়ানমারের পক্ষ ভেটো ক্ষমতা প্রয়োগ করলো চীন। আজ মিসরের উত্থাপিত রোহিঙ্গা প্রত্যাবর্তন বিষয়ক একটি বিল প্রত্যাখ্যান করেছে চীন।
তবে চীনসহ নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্র দীর্ঘমেয়াদে রোহিঙ্গা সংকট নিরসনে একমত পোষণ করেছ।
বিপন্ন ওই জনগোষ্ঠীর মানুষদের রাখাইন রাজ্যে ফেরার অধিকার সংক্রান্ত একটি প্রস্তাব নাকচ করে দেয় চীন। নিউজ এশিয়া জানিয়েছে, নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে মিসর ওই প্রস্তাবটি উত্থাপন করেছিল।
বুধবার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে প্রথমবারের মতো একমত হয় এর ১৫টি সদস্য রাষ্ট্র। বিগত নয় বছরে এবারই প্রথমম সব সদস্য দেশ একমত পোষণ করতে পারলো।
মিয়ানমারের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা দীর্ঘদিনের। দুই দেশেই অধিকাংশ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী। মিয়ানমারের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার চীন। জাতিসংঘের কূটনীতিকদের অভিযোগ, এর আগেও রোহিঙ্গা-সংকটকে জাতিসংঘের শীর্ষ কাউন্সিলে উত্থাপনে বিরোধিতা করে বেইজিং।