কংগ্রেসের সম্মতি পেলেন ওবামা
সিরিয়ায় সীমিত আকারে সামরিক হামলা চালাতে কংগ্রেস নেতাদের সমর্থন পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার কংগ্রেস নেতাদের সঙ্গে আলোচনার পর মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধ পরিচালনার জন্য সম্মত হন তারা।
ওই বৈঠকে উপস্থিত ছিলেন রবার্টম মেনেন্দেজ ও বব কোর্কারের মত শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের সিনেটররা। তারা সবাই ওবামার প্রস্তাবে সাড়া দিয়ে দামেস্কে ৬০ দিনের সীমিত আকারে হামলা চালানোর জন্য একমত হন।
কংগ্রেস নেতাদের এ প্রস্তাবনার ওপর বুধবার ভোট অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সিরিয়ায় ৬০ দিন যুদ্ধ ও প্রয়োজনে আরও ৩০ দিন বর্ধিত করার কথা বলা হয়েছে ওই প্রস্তাবনায়।
প্রস্তাবনাটি হোয়াইট হাউসের মাধ্যমে সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটি থেকে অনুমোদিত হয়ে কংগ্রেস নেতাদের কাছে উপস্থাপন করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, সিরিয়া যেকোনো সামরিক হামলা হতে হবে সীমিত ও ছোট আকারের। তবে, পদাতিক বাহিনীকে ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে প্রস্তাবনায়।
মঙ্গলবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে বৈঠকের পর স্পিকার জন এ বোহনার জানিয়েছিলেন, তিনি প্রেসিডেন্ট ওবামার আহ্বানে সমর্থন দেবেন।
এদিকে, বিভিন্ন মতামত জরিপে উঠে এসেছে, ওয়াশিংটন সিরিয়ায় আগ্রাসনের ষড়যন্ত্র করলেও আমেরিকার জনগণ একতরফা ক্ষেপণাস্ত্র হামলার তীব্র বিরোধী।