আল আকসা মসজিদ ঘিরে রেখেছে ইসরাইলি বাহিনী
ইসরাইলি বাহিনী অধিকৃত জেরুসালেমে আল আকসা মসজিদ ঘিরে রেখেছে। কট্টরপন্থী কয়েকটি ইহুদি গ্রুপ বলপূর্বক সেখানে প্রবেশ করার পর এই ঘটনা ঘটে। মসজিদের অভ্যন্তরে অবস্থানরত প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানিয়েছেন, ইসরাইলি বাহিনী বেশ কয়েকজন ফিলিস্তিনি মুসুল্লিকে ভেতরে আটকিয়ে রেখেছে। তারা কাঁদানে গ্যাসও ব্যবহার করেছে। প্রত্যক্ষদর্শীরা মসজিদের কাছে ইহুদি গ্রুপ ও ইসরাইলি বাহিনীর মধ্যে সংঘর্ষের খবরও দিয়েছে। ইসরাইলি পুলিশ মসজিদটিতে প্রবেশের সব ফটক বন্ধ করে দিয়েছে। এছাড়া ৫০-এর কম বয়সীদের ভেতরে প্রবেশও করতে দিচ্ছে না। তারা ফিলিস্তিনিদের নিয়ে মসজিদগামী কয়েকটি বাস আটকিয়ে সেগুলোর যাত্রাপথ পাল্টিয়ে দেয়। ইসরাইলি মিডিয়ার উদ্ধৃতি দিয়ে একটি মিডিয়া জানায়, আল আকসা মসজিদের অন্যতম মোতাওয়াল্লি জানিয়েছেন যে মসজিদের আশপাশে সংঘর্ষ চলছে। সূত্র : আল জাজিরা।