মিয়ানমারের যা হয়েছে তা ভয়ংকর : ব্রিটিশ এমপি অ্যান মেইন

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নির্যাতন জাতিগত নিধন, বর্বরোচিত ও মানবাধিকারের লংঘন বলে মন্তব্য করেছে বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদল।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক প্রেস ব্রিফিংয়ে তারা এ মন্তব্য করেন।
৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ব্রিটিশ কনজারভেটিভ পার্টির এমপি অ্যান মেইন।
অ্যান মেইন বলেন, আমরা খুবই মর্মাহত, সেখানে বৃদ্ধ ও শিশুদের হত্যা করা হয়েছে। আমরা জানি না সেখানে কতজনকে খুন করা হয়েছে। তবে যা হয়েছে তা অবশ্যই ভয়ংকর।
তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে সামর্থ্যানুযায়ী বাংলাদেশ যা করছে তা প্রশংসনীয়। প্রতিনিধিদলটি গত মঙ্গলবার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যায়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button